• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:০৫:৫১ (14-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:০৫:৫১ (14-Mar-2025)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

তাকওয়া ভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য: ছারছীনার পীর ছাহেব

১৩ মার্চ ২০২৫ রাত ০৮:০৮:০৯

তাকওয়া ভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য: ছারছীনার পীর ছাহেব

নিজস্ব প্রতিবেদক: কুরআন-সুন্নাহ ও তাকওয়া ভিত্তিক জীবন গঠনই তরীকা তাসাউফ চর্চার মূল লক্ষ্য।

১৩মার্চ বৃহস্পতিবার ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছাওয়াব ও ছারছীনা মাদরাসার বার্ষিক মাহফিলে ইফতারের পূর্বে ছারছীনা দরবার শরীফের গদ্দিনসীন পীর ছাহেব কেবলা মুফতী মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন একথা বলেন।

প্রতিবছরের ন্যায় পূর্বের প্রচলিত নিয়মের ধারাবাহিকতায় এ বছর মাহে রমযানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের দ্বিতীয় দিনে লক্ষ লক্ষ মুসল্লি ইফতার মাহফিলে আল্লাহর সস্তুষ্টি লাভের জন্য। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমিরে হিযবুল্লাহ হযরত পীর ছাহেব কেবলা । দোয়া ও মোনাজাতে তিনি সকলের শান্তি নিরাপত্তা ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করেন।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন ছারছীনা দরবার কুরআন সুন্নাহ অনুযায়ী আমলী জীবন গঠন করার একটি হক দরবার। এ দরবার আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার ভিত্তিতে হক তরীকা ও সঠিক তাসাউফ চর্চার দরবার, উদ্ভূত পরিস্থিতির সঠিক সমাধানের দরবার।

তাই দেশের জনগণ, সরকার, প্রশাসন সকল মহলে এ দরবারের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। আমরা দলীয় রাজনীতি করি না। আমাদের কর্মসূচী আখেরাতমূখী। কীভাবে একজন লোক আখেরাতে নাজাত পাবে তা-আমাদের ভাবনা। আমরা রোযার হিকমাতের দিকে তাকালে দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন, রোযা ফরজ করা হয়েছে মানুষকে তাকওয়ার অধিকারী করার জন্য। বলা বাহুল্য ইসলামের সকল আমলই তাকওয়া কেন্দ্রিক আবর্তিত। সেমতে আমাদের তরীকা চর্চা সহ যাবতীয় আমল সব কিছুরই উদ্দেশ্য নিজেকে তাকওয়াবান হিসেবে গড়ে তোলা। আর তাকওয়ার নিরিখেই বান্দা দুনিয়ায় যেমন সম্মানিত হয়ে থাকে, তদ্রুপ আখেরাতেও ঈর্ষণীয় মর্যাদার অধিকারী হবে।

মাহফিলে দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন।

এসময় তিনি বলেন এ দেশে ছারছীনা দরবার শরীফ একটি হক্ব দরবার। এখানে কোন উশৃঙ্খলতা শিক্ষা দেয়া হয় না। মৌলিক ইসলামি শিক্ষায় শিক্ষিত হতে হলে ছারছীনা দরবার হতে শিক্ষা গ্রহণের বিকল্প নেই। আমরা সেওভাগ্যবান এজন্য যে, আমাদের পূর্বপুরুষগণ এ দরবারের সাথে সম্পৃক্ত ছিল, আমরাও আছি এবং ভবিষ্যতেও আমাদের পরবর্তী প্রজন্মও এ দরবারের সাথে সম্পৃক্ত থাকবে ইনশাআল্লাহ।

এসময় আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহা. শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনীর হামীম, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সিরাজুম মুনীর তাওহীদ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুফতি মাওলানা মো. হায়দার হুসাইন প্রমূখ।

আগামীকাল (১৪ মার্চ) শুক্রবার বাদ জুময়া দেশ ও জাতির মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার
১৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:১৪