• ঢাকা
  • |
  • রবিবার ৯ই চৈত্র ১৪৩১ সকাল ০৬:১৫:২৫ (23-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই চৈত্র ১৪৩১ সকাল ০৬:১৫:২৫ (23-Mar-2025)
  • - ৩৩° সে:

ফিচার

ঘুরে আসুন খাগড়াছড়ি পাহাড়ের চূড়ার তপোবন আশ্রম থেকে

২১ মার্চ ২০২৫ সকাল ১০:৫৪:০৮

ঘুরে আসুন খাগড়াছড়ি পাহাড়ের চূড়ার তপোবন আশ্রম থেকে

খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ের রানী বললে খাগড়াছড়ি নামটাই আগে মনে পড়ে। চোখ জুড়িয়ে যাওয়ার মতো অপরূপ নৈস্বর্গিক সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের একটি পার্বত্য জেলা। আর এ কারণে খাগড়াছড়িকে নিয়ে দেশের মানুষের একটা আলাদা আগ্রহ রয়েছে। 

খাগড়াছড়ি সনাতন ধর্মাবলম্বীদের যে কয়েকটি তীর্থস্থান রয়েছে তার মধ্যে ঘুরে দেখার মতো আছে তপোবন আশ্রম অন্যতম। এই ধাম/আশ্রমটি হলো এমন একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে যে কোনো ধর্মবিশ্বাসী বা একেবারেই বিশ্বাস নাই এমন মানুষও আসেন।

সিমেন্টের সিঁড়ি বেয়ে পাহাড়ের চূড়ায় উঠে মন্দিরের দৃশ্য দেখার মজাই আলাদা। তপোবন আশ্রমে অনেকগুলো দেবদেবীর মূর্তি আছে, যা আগত তীর্থযাত্রীদের মন ছুঁয়ে যাওয়ার মতো। কয়েকটি মন্দির পাশাপাশি অবস্থিত। কৈবল্য পীঠ মন্দির, রাধা মাধব মন্দির, কালী মন্দির ইত্যাদি। এই মন্দিরগুলো অনেক বছর আগে নির্মিত। বর্তমানে সনাতন ধর্মালম্বী ছাড়াও নানা ধর্মের পর্যটক প্রতিদিনই এই মন্দির পরিদর্শনে আসেন। মন্দির দেখার পাশাপাশি পাহাড়ের সৌন্দর্যতো থাকছেই।

আশ্রমের কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রতি বছর এই মন্দিরে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে। আশ্রমের লোকজনসহ আগত ভক্তদের বিশ্বাস, এইখানে আসলে দেব দেবীর কৃপা ব্যতীত কেউ খালি হাতে ফিরে না।

মন্দিরে যেতে হলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা অথবা দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে। তাহলে মন্দিরের আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

প্রয়োজনীয় কিছু টিপস: যাত্রা, থাকা, খাওয়া, দর্শনীয় স্থানসহ সবকিছু আগে থেকে ঠিক করে রাখতে পূর্ব-পরিকল্পনা গ্রহণ করুন এবং স্থানীয় সকল নিয়ম কানুন মেনে চলুন। আশা করছি, খাগড়াছড়ির জেলার এই দর্শনীয় স্থান আপনাকে বিমোহিত করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তরায় ইএসএফের ইফতার মাহফিল অনুষ্ঠিত
২২ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:১০



সুন্দরবনে আগুন, পানি পেতে বেগ
২২ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:০৮:৫৩