নিজস্ব প্রতিবেদক: ক্যালসিয়াম কার্বনেট ঘোষণায় তিন কনটেইনার পেন্সিল ব্যাটারি ও তালা আমদানি করেছে রাজধানীর দক্ষিণ কেরানিগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান হ্যান্স ট্রেড ইন্টারন্যাশনাল। এ জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি । এসময় ২২টি কাঠের প্যালেটের উপর ক্যালসিয়াম কার্বনেট ভর্তি ২২টি বড় ব্যাগ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস।
৯ মে মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর শাখা) মো. সাইফুল হক সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, পণ্য চালানটি নিয়ে গত ৫ মে চট্টগ্রাম বন্দরে আসে ‘সাওয়াসদি আটলান্টিক‘ নামের জাহাজ। পণ্যচালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের ফকিরহাট এলাকার সিএন্ডএফ এজেন্ট শামীম এন্টারপ্রাইজ। ৮ মে সোমবার বন্দরের এনসিটি ইয়ার্ডে ওই আমদানিকারকের তিনটি কনটেইনার খুলে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এসময় ২২টি কাঠের প্যালেটের উপর ক্যালসিয়াম কার্বনেট ভর্তি ২২টি বড় ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগগুলো কেটে ক্যালসিয়াম কার্বনেটের পাশাপাশি ১৭ লাখ পিস পেন্সিল ব্যাটারি ও ১৮ মেট্রিকটন তালা পাওয়া যায়।
ডেপুটি কমিশনার (এআইআর শাখা) মো. সাইফুল হক সিভয়েসকে বলেন, বস্তাগুলোর ভেতরে পণ্য এমনভাবে সাজানো হয়েছে, যেন ভেতর অন্যকোনও পণ্য থাকতে পারে তা বোঝার উপায় নেই। সন্দেহ হওয়ায় বস্তাগুলো কাটলে ক্যালসিয়াম কার্বনেটের নিচে লুকানো অবস্থায় কিছু কার্টন পাওয়া যায়। এসব কার্টনগুলোর ভেতরে বিভিন্ন সাইজের পেন্সিল ব্যাটারি ও তালা পাওয়া যায়। এ জালিয়াতির মাধ্যমে আমদানিকারক প্রায় ৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে।
তিনি বলেন, আমদানিকারকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলাসহ মানি লন্ডারিং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এই রাজস্ব ফাঁকির সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available