• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:০১:১৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:০১:১৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

খেলা

জিম্বাবুয়েকে ১৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

৭ মে ২০২৪ বিকাল ০৫:৫২:১৮

জিম্বাবুয়েকে ১৬৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নামার পর শুরুতেই লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিলো স্বাগতিকরা ।

এরপর তানজিদ তামিম-তাওহিদ হৃদয় জুটি, তাওহিদ হৃদয় এবং জাকের আলি অনিক জুটি বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোর এনে দেন।

দুর্দান্ত তাওহিদ হৃদয় করেছেন হাফ সেঞ্চুরি । ৩৮ বলে ৫৭ রান করে আউট হন তিনি। ৩টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সাজান নিজের ইনিংস। ৩৪ বলে ৪৪ রান করেন জাকের আলি অনিক। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত আউট হন লিটন দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’জনই রয়েছেন দারুণ অফ-ফর্মে। বিশ্বকাপের আগে এই দুই টপ অর্ডার ব্যাটারের অফ ফর্ম খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টসহ ক্রিকেটপ্রেমী সবাইকে।

৭ মে মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পরও নিজেকে হারিয়ে যেন খুঁজছেন লিটন এবং শান্ত। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে ৩.৪ ওভারে (২২ বলে) ২২ রানের জুটি গড়েন লিটন। এরপরই ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে ফিরে যান বাংলাদেশের এই ওপেনার। ১৫ বল মোকাবিলা করে মাত্র ১২ রান করেছেন তিনি।

তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত। এই জুটিও খুব বেশিদূর এগোতে পারেনি। মাত্র ৬ রানের জুটি। দলীয় ২৯ রানের মাথায় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার বলে ৬ রান তুলে বোল্ড হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

২২ বলে ২১ রান করে তানজিদ তামিম আউট হন। শেষ দিকে মাহমুদউল্লাহ ৯ রানে এবং ৬ রানে অপরাজিত ছিলেন রিশাদ হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
২১ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪২:৪১







সিলেটে ৩ কোটি ২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:৪০

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৫৫