ক্রীড়া ডেস্ক: সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ হারলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। শারজায় আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হারল বাংলাদেশ। গতকাল ১১ নভেম্বর শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। আগে ব্যাটিং করে আফগানদের ২৪৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ।
শুরুতে লক্ষ্যটাকে জয়ের জন্য যথেষ্ট মনে হলেও চতুর্থ উইকেটে রহমানউল্লাহ গুরবাজ আর আজমতউল্লাহ ওমরজাইয়ের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আফগানিস্তান। ৮৪ রানে তিন উইকেট হারানোর পর দুজন ১০০ রানের জুটি গড়েন। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়ে গুরবাজ ১০১ রান করে ফিরলেও ৭০ রান করে অপরাজিত থাকেন আজমতউল্লাহ। গুরবাজের ১২০ বলের ইনিংসটিতে ছিল ৭টি ছক্কা ও ৫টি চারের মার।
কম যাননি আজমতউল্লাহও। তাঁর ৭৭ বলের ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ৫টি ছক্কায়। এ ছাড়া অভিজ্ঞ মোহাম্মদ নবীর ব্যাট থেকে আসে অপরাজিত ৩৪ রান।
এর আগে বাংলাদেশ ২৪৪ রান করে লড়াইয়ের পুঁজি পেয়েছিল পঞ্চম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও মাহমুদ উল্লাহর জুটিতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available