• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৪২:০৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৪২:০৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

খেলা

ধনবাড়িতে তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ম্যরাথন দৌড়

২৪ নভেম্বর ২০২৪ সকাল ১১:২৩:৫০

ধনবাড়িতে তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ম্যরাথন দৌড়

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়িতে তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ৪০০ জন প্রতিযোগী নিয়ে ম্যরাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।

ধনবাড়ীর স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতায় রাজশাহী, নীলফামারী ও বগুড়াসহ দেশের বিভিন্ন জেলার প্রতিযোগীরা এ দৌড়ে অংশ নেন।  

২৩ নভেম্বর শনিবার সকালে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের উদ্যোগে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ব্যতিক্রমী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ধনবাড়ী নওয়াব এস্টেটের মোতওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ।

সাড়ে ১১ কিলোমিটার ম্যারাথনে ৪০০ জন অংশগ্রহণ করেন। ম্যারথনে প্রথম হওয়া পাঁচ জনকে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। এছাড়াও খেলাধুলা, কাবাডি, রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ম্যারাথনে অংশগ্রহনকারীরা বলেন, আমরা দেশের বিভিন্ন স্থানে ম্যারাথনে অংশ নিয়ে থাকি। এবারো ধনবাড়ীতে অংশগ্রহণ করেছি। আয়োজকরা সঠিকভাবে আয়োজন করেছেন।

স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সোলায়মান হোসেন জানান, তরুণ প্রজন্মকে মাদক এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এমন আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।

স্পোর্টস লাভার্স এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর যুগ্ম জেলা জজ এস এম মাসুদ জামান, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, ঢাকার স্কাইলাইন রিক্রুটমেন্ট সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাটুরিয়ায় তেলের পাম্পে ভয়াবহ আগুন
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:৩৬:৩৭


আজ আহমদুল কবিরের ২১ তম মৃত্যুবার্ষিকী
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ০১:০৩:০১