স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস যে ফর্মে ছিলেন না এ সত্য অস্বীকার করার উপায় নেই। বারবার সুযোগ দেওয়ার পরও ব্যর্থ লিটনকে তাই রাখা হয়নি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। দল থেকে বাদ পড়ার দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি।
১২ জানুয়ারি রোববার দিনের শুরুটা লিটনের জন্য ভালো হওয়ার কথা নয়। দুপুরে ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হারিয়েছেন এ ব্যাটার। সেই কষ্ট মাথায় নিয়েই নেমে যেতে হয়েছে নিজ দল ঢাকার হয়ে বিপিএলের ময়দানে। বিপিএলেও তিনি যে খুব ফর্মে আছেন তা নয় তবে ফর্মে না থাকলেও প্রতিভা তো তার আছেই।সেই প্রতিভার ঝলকই আজ দেখালেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন ঢাকার এই ব্যাটার। বিপিএল এর চলতি আসরে শতক আগেও হয়েছে তবে তার সবই হয়েছে বিদেশি ক্রিকেটারের দ্বারা। চলতি আসরে প্রথম বাংলাদেশের ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available