নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার সংগঠনের প্যাডে ১৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।
কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাক্ষরিত কমিটিতে মো. সালাহউদ্দিনকে সভাপতি ও মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেয়া হয়৷
মো. সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত৷ তেজগাঁও কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন৷কলেজ, ঢাকা মহানগর উত্তর শাখা কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্বপালন করেছেন। রাজনৈতিক মামলাসহ আওয়ামী লীগ সরকারের আমলে নানা নির্যাতনের শিকার হয়েছেন সালাহউদ্দিন। অবশেষে কেন্দ্রীয় ছাত্রদলের পর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পেলেন৷
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের সিংহড়া গ্রামের কৃতিসন্তান। তিনি ছাত্রদলের গুরুত্বপূর্ণ একটি ইউনিটে সভাপতির দায়িত্ব পাওয়ায় খুশি দোহার-নবাবগঞ্জবাসী৷
জনগণের পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন বলে জানিয়ে মো. সালাহউদ্দিন বলেন, নিজের জন্য নয়, রাজনীতি করি জনগণের জন্য। জনগণ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। যতদিন রাজনীতি করবো ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাব৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available