• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৩০:২৬ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ রাত ১১:৩০:২৬ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

ছাত্র সংগঠন

সারাদেশে ছাত্রশিবিরের ‘মাস মুভমেন্ট’ কর্মসূচি পালিত

১১ এপ্রিল ২০২৫ রাত ১০:৪৭:৪৯

সারাদেশে ছাত্রশিবিরের ‘মাস মুভমেন্ট’ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক: গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মাস মুভমেন্ট (Mass Movement)’ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সারাদেশে জেলা পর্যায়ে এ কর্মসূচি পালিত হয়।

গাজীপুর জেলা: গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াছিন আরাফাতের নেতৃত্বে সফিপুর কেন্দ্রীয় মসজিদ থেকে কর্মসূচি শুরু হয়ে ঢাকা-টাংগাইল মহাসড়কের আনসার একাডেমি ৩ নং গেইট পর্যন্ত গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান এবং অন্যান্য দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম জেলা উত্তর: চট্রগ্রাম জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি শওকত আলীর নেতৃত্বে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা মসজিদ থেকে কর্মসূচি শুরু হয়ে সীতাকুণ্ড উত্তর বাইপাস পর্যন্ত গিয়ে  সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা সেক্রেটারি মাইন উদ্দিন রায়হান, সাবেক জেলা সভাপতি কুতুব উদ্দিন সিবলী এবং অন্যান্য দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

নোয়াখালী জেলা: ছাত্রশিবিরের নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমানের নেতৃত্বে কর্মসূচি নোয়াখালী জেলা জামে মসজিদ  থেকে শুরু হয়ে নোয়াখালী সুপার মার্কেটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম, জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসুল ফুয়াদ, শহর সেক্রেটারি আব্দুল্যাহ আল মাহমুদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি আরিফুল ইসলাম ও অন্যান্য দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

ফেনী জেলা: ফেনী শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কর্মসূচি শহরের বড় মসজিদ থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা সভাপতি আবু হানিফ হেলাল, শহর সেক্রেটারি শফিকুল ইসলাম ও জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান এবং অন্যান্য দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা জেলা: ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি আল মামুনের নেতৃত্বে শহীদ আসিফ চত্তর থেকে শুরু হয়ে নিউ মার্কেটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জেলা সভাপতি ইমামুল ইসলাম,শহর সেক্রেটারি মেহেদী হাসান,জেলা সেক্রেটারি জোবায়ের হোসেন এবং অন্যান্য দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

পাবনা জেলা: পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেনের নেতৃত্বে পাবনা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবনা শহরের শহীদ চত্ত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে পাবনা জেলা সভাপতি ইসরাঈল হোসেন, শহর সেক্রেটারি গোলাম রহমান জয় এবং অন্যান্য দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

কুড়িগ্রাম জেলা: কুড়িগ্রাম জেলা ছাত্রশিবিরের সভাপতি মুকুল হোসেনের নেতৃত্বে কুড়িগ্রাম সরকারি কলেজ গেইট থেকে কর্মসূচি শুরু হয়ে সিংহ চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন। অন্যান্যের মাঝে জেলা সেক্রেটারি মোশাররফ হোসেনসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন

এছাড়া কক্সবাজার, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, খুলনা ও পঞ্চগড়েও Mass Movement কর্মসূচি পালিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গাজীপুরে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪:৫৬