• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:১১:৫৫ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:১১:৫৫ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর পাড় থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৩০ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার লোহার রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এসময় স্থানীয় বাসিন্দা সুরজ হোসেন বলেন, রেল সেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশের খবর দেওয়া হয়। অজ্ঞাত ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিল। ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটেছে। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব বিশ্বাস বলেন, খবর পেয়ে ৪৫-৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও ক্ষত রয়েছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।