• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:২৫:০৫ (08-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:২৫:০৫ (08-Jan-2025)
  • - ৩৩° সে:

মতলবের ধনাগোদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরের ধনাগোদা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।৫ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার কালীর বাজার সংলগ্ন ধনাগোদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দাউদকান্দি উপজেলার বাজার খোলার এক পথচারী শ্রীরায়েরচর ব্রিজ থেকে দেখেন নদীতে একটি মৃতদেহ ভাসছে। বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বেলতলী নৌ-পুলিশ কালির বাজার লঞ্চঘাটের দক্ষিণ দিকে ধনাগোদা নদীর মাঝখান থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা যুবকের বয়স আনুমানিক ২৪/২৫ হবে। মৃতদেহের শরীরে পচন ধরেছে। এখনও যুবকের পরিচয় পাওয়া যায়নি।বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুজাম্মেল হক জানান, এখন পর্যন্ত মৃতদেহর পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।