• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৪:৪৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৪:৪৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:

ফতুল্লায় অটো চালককে গলা কেটে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিজি নামে এক অটোরিক্সা চালককে গলাকেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। এসময় তিন ছিনতাইকারী পালিয়ে যায় সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে সোবহান হাওলাদার নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।২২ মার্চ শনিবার রাত সাড়ে ৩টায় সদর উপজেলার কোতালেরবাগ রেললাইন এলাকায় এঘটনা ঘটে। নিহত ইসহাক চাদঁপুর জেলার নায়েরগাঁ গ্রামের আইয়ুব আলীর ছেলে এবং পশ্চিম সস্তাপুর এলাকার রেজাউলের বাসার ভাড়াটিয়া।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ৩ জন লোক অটোরিক্সার সামনে দাঁড়িয়ে ও চালক মাটিতে পড়ে আছে। পরে তাদেরকে ধাওয়া দিলে দৌড়ে একজন পালিয়ে যায় এবং দু’জন পাশে থাকা ডোবায় লাফিয়ে পড়ে। পরে এলাকাবাসী একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আরেকজনকে খুঁজতে ডোবার চারদিক ঘিরে রেখেছে এলাকাবাসী।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, চালককে গলাকেটে হত্যার পর অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।