• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:২৫ (23-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:২৫ (23-Apr-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে অটো রিকশার ভাড়া চার্ট উধাও, ভোগান্তিতে যাত্রীরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভা কর্তৃক নির্ধারিত অটো রিকশার ভাড়া চার্ট দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট স্থানে টাঙানো ছিল। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বচ্ছতা বজায় থাকত, যাত্রীদের হয়রানি থেকে কিছুটা রেহাই মিলত। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, পৌর এলাকার সেই ভাড়া চার্টটি অজ্ঞাতভাবে ‘হাওয়া’ হয়ে গেছে।চার্ট না থাকায় এখন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বেড়েছে। ফলে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।স্থানীয় বাসিন্দারা জানান, ভাড়া চার্ট থাকাকালে নির্দিষ্ট হারে ভাড়া আদায় হতো। এখন অনেক চালক ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। এতে করে যাত্রা ব্যয় বেড়ে গেছে, চালকদের সঙ্গে বাকবিতণ্ডাও তৈরি হচ্ছে।এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। খুব দ্রুতই পুনরায় ভাড়া চার্ট টাঙানোর ব্যবস্থা করা হবে।কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন, পৌরসভার নাগরিকদের হয়রানি বা বাড়তি ভোগান্তি আমরা চাই না। নির্ধারিত ভাড়া চার্ট অপসারণের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি খুব দ্রুত নতুনভাবে চার্ট টাঙানো হবে যাতে করে যাত্রীরা সঠিক ভাড়া জানতে পারেন হয়রানি থেকে রক্ষা পান।জনসাধারণের দাবি, পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করে জনস্বার্থে স্বচ্ছ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে।