• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৪:০১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৪:০১ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

দৌলতপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খুলশী ইউনিয়নে ও বাঘুকুটিয়া কাচাই শেখ উচ্চ বিদ্যালয়ে স্থানীয় কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৭ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় এ সমাবেশের আয়োজন করা হয়। কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেলসহ কৃষক দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার, আধুনিক কৃষি পদ্ধতির উন্নয়ন এবং সংগঠনের শক্তিশালী ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।