• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০১:৫৪:০১ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩১ রাত ০১:৫৪:০১ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

ফরিদপুরে মোবাইল চুরির অপবাদে কান ধরে বাজারে ঘুরালেন বৃদ্ধকে

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চুরির অপবাদে মারধর ও কান ধরে পুরো বাজার ঘুরানো হয়েছে এক বৃদ্ধকে।২৬ ডিসেম্বর রোববার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে ঘটনাটি সংগঠিত হয়। এ ঘটনার একটা ভিডিও সোমবার ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় পুরো এলাকাজুড়ে।ভিডিওতে দেখা যায়, ৭৫ বয়সের এক বৃদ্ধকে কান ধরে দাঁড়িয়ে রেখে মারধর ও গালিগালাজ করেছেন বাজারের কিছু লোকজন। কয়েক জন লোক বৃদ্ধকে কান ধরিয়ে কিলঘুসি মারতে মারতে পুরো বাজারে ঘুরাতে দেখা যায়। আবার কয়েকজনের হাতে লাঠি দিয়ে তাকে আঘাত ও চোর চোর বলে গালিগালাজও করতে শোনা যায়। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানায় সুশীল সমাজ।কালামৃধা বাজারের ব্যবসায়ী মো. ইব্রাহিম জানান, রোববার সকাল দশটার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনতেছিল। তখন ওই ক্রেতার মোবাইলটি অভিযুক্ত বৃদ্ধ লোকটি নিয়ে যায়। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটকিয়ে কান ধরে উঠবস করান। পরে বৃদ্ধকে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেয় । তবে বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি, শুধু বলেছে মহিলা রোড ফরিদপুর এলাকায় তার বাড়ি ।এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, আমি ভিডিওটা দেখি নাই এবং এ বিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগও করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।