ব্যবসায়ীকে অপহরণ : যুবদলের সাবেক সভাপতি, এনসিপি নেতা, সাংবাদিকসহ আটক ৫
খুলনা ব্যুরো: গাজীপুরের শ্রীপুর পৌর আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে অপহরণের অভিযোগে ৫ জনকে আটক করেছে খুলনা গোয়েন্দা পুলিশ।২২ মার্চ শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত আওয়ামী লীগ নেতাকে বসুপাড়া এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। আটকরা হলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়া, জাতীয় নাগরিক পার্টির নেতা ইমন মোল্লা, তার সহযোগী জয় হাসান ও সাকিব রহমান, সাংবাদিক জিয়াউস সাদাত জিয়া।খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. তৈমুর ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায় নুর আলমের ছেলে খুলনার বসুপাড়া এলাকায় বসবাস করেন। সেই সুবাধে নূর আলম খুলনায় অবস্থান করতেন। ২১ মার্চ শুক্রবার রাতে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। তাকে বসুপাড়ার একটি বাড়িতে রেখে ছেলের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।তিনি আরও বলেন, নুর আলমের ছেলে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানায়। পুলিশের পরিকল্পনায় অপহরণকারী দলের সদস্যরা মুক্তিপণ নিতে নগরীর ময়লাপোতা হোটেল গ্রান্ড প্লাসিডের সামনে আসলে ইমন মোল্লাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বাকি আসামিদের আটক করে পুলিশ।