• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৩:৩৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৩:৩৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার, আটক ২

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ।৬ জানুয়ানির মঙ্গলবার এদেরকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন।মামলার সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের শিবালয়ে স্কুল ছাত্রীকে অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার টেপড়ী গ্রামের সোহরাব আলীর ছেলে সাজ্জাদ হোসেন(২৫) ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় প্রেম নিবেদন ও উত্ত্যক্ত করত। গত ২ ডিসেম্বর ওই ছাত্রী বাড়ির পাশে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় সাজ্জাদ, মৃত হামেদ আলীর ছেলে সোহরাব আলী(৬৫), রাজ্জাক মিয়ার স্ত্রী সুইটি আক্তার(২৮) অপহরণ করে।শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন বলেন, এ ব্যাপারে গত ১০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার এবং গত ৬ জানুয়ারি দু’জনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।