ফটিকছড়িতে ১০ লক্ষ টাকা মূল্যের অবৈধ কাঠ জব্দ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে পাচারকালে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের কাঠ জব্দ করেছে বন বিভাগ। এগুলোর মধ্যে সেগুন, গামারিসহ বিভিন্ন প্রজাতির ১০৮ টুকরো গোলকাঠ রয়েছে।উপজেলার খিরাম ইউনিয়ন থেকে পাচারকালে সর্তা বনবিভাগ অবৈধ কাঠগুলো জব্দ করে। ১৯ জানুয়ারি রোববার রাতে সেনাবাহিনীর সহযোগিতায় পার্বত্য জেলার মানিকছড়ি সংলগ্ন বর্মাছড়ি খালের ফটিকছড়ি নামকস্থান থেকে এসব কাঠ উদ্ধার করা হয়।সর্তা বনবিটের ফরেস্ট গার্ড লতিফুর রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স পার্বত্য এলাকার গহিন বর্মাছড়ি খালের ফটিকছড়ি এলাকা থেকে সেগুন, গামারিসহ বিভিন্ন প্রজাতির ১০৮ টুকরো (২১৬.৪৫ ঘনফুট) গোলকাঠ জব্দ করে। সোমবার সকাল ৮টার দিকে এসব কাঠ বনবিভাগের সর্তা বিটে নিয়ে আসা হয়।সর্তা বনবিট কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কাঠ পাচারের খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় আমরা মূল্যবান কাঠগুলো আটক করি। তবে পাচার কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি। কাঠ উদ্ধারের ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।একটি অবৈধ কাঠ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে এই পথে কাঠ পাচার করে আসছে। এসব কাঠ পাচারে রাস্তায় অবৈধ টোকেন দিয়ে (চাঁদা) সহযোগিতা করায় ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছে থানা পুলিশ।