• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৩:৩৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:২৩:৩৩ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

বাংগুরা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদে ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করেছে সওজ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাংগরা বাজারে সরকারি জায়গা দখলের অবৈধ স্হাপনা  উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট আহবান করা হয়েছে।২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সওজ’র নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংগুরা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আহবান করা হয়েছে।এর আগে ‘নবীনগরে সওজ কর্তৃপক্ষকে ম্যানেজ করে সওজের জায়গায় শতাধিক অবৈধ স্হাপনা গড়ে তুলেছে বাংগুরা বাজার ব্যবসায়ীরা’ এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে নিউজ করার পর ২০ মার্চ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সওজ’র নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংগুরা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আহবান করা হয়েছে।উল্লেখ্য, নবীনগর থেকে কোম্পানিগঞ্জ সড়কের ডান পাশে সরকারি খালসহ সড়ক ও জনপথের জায়গায় আরসিসি পিলার এবং টিনশেডের অবৈধ স্হাপনা নির্মাণ হচ্ছে। নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাংগুরা বাজারে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে রাস্তা সংকুচিত হয়েছে। ফলে রাস্তায় তীব্র যানজট লেগে থাকে, অন্যদিকে খালটি বর্তমানে সরু হয়ে গিয়ে পরিবেশ নষ্ট হচ্ছে।নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহোদয় বরাবর  ব্রাহ্মণবাড়িয়ার সওজ’র নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহম্মেদ বাংগুরা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য একজন বিজ্ঞ  ম্যাজিস্ট্রেট আহবান করা হয়েছে। আশা করি, দ্রুতই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।