ফুটপাত দখলের অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতাকে অব্যাহতি
ঢাকা কলেজ প্রতিনিধি: নিউমার্কেট ফুটপাতের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্যকে সংগঠন থেকে অব্যাহতি এবং অন্য এক সদস্যকে ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।৮ মার্চ শনিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনের ভিত্তিতে দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অব্যাহতি পাওয়া সিরাজুম মুনিব নায়েব এবং কারণ দর্শানোর নির্দেশ দেওয়া ফজলে হাসান নিয়ন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার সদস্য সিরাজুম মুনিব নায়েবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।এছাড়াও ঢাকা কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।