• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৬:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৬:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন কাঠ মিস্ত্রী খোকন চন্দ্র মন্ডল

বরিশাল ব্যুরো: অভাবের তাড়না সইতে না পেরে অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পুরো পরিবারকে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে গেছেন বরিশালের কাউনিয়ার কাঠ মিস্ত্রী খোকন চন্দ্র মন্ডল। পরিণত বয়সের মেয়েকে বিয়ে দেয়া, ছোট মেয়েকে লালন-পালন কীভাবে করবেন সেই চিন্তায় অন্ধকার দেখছেন স্ত্রী অনিতা মন্ডল।জানা গেছে, ১৫-২০ বছর যাবৎ নগরীর কাউনিয়া মনষা বাড়ির গলিতে স্ত্রী অনিতা মন্ডল ও দুই কন্যা শুক্লা ও রাই মন্ডলকে নিয়ে স্থানীয় মিল্টনের বাসায় ভাড়া থাকতেন তারা।তার স্ত্রী অনিতা মন্ডল জানান, অসুস্থ থাকায় তার স্বামী কাজ করতে পারতেন না। গত মাসেও তার শরীরে রক্ত দিতে হয়েছে। অভাবের তাড়নায় সব শেষ, ১৫ বছরের মেয়ে শুক্লাকে মানুষের বাসায় কাজ করতে পাঠাতে হয়েছে। তার মধ্যে ফার্নিচারের দোকান মালিক মানিকের কাছ থেকে নেয়া অগ্রীম বাবদ ৫০ হাজার টাকার জন্যও চাপ দেয়া হচ্ছিল। সব মিলিয়ে চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে এই কাণ্ড ঘটান খোকন চন্দ্র মন্ডল।মেয়ে শুক্লা মন্ডল জানান, তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। মামারা তার বাবা-মায়ের বিয়ে দেয়ার ব্যবস্থা করেছিলেন। খোকন মন্ডলের গ্রামের বাড়ি স্বরুপকাঠি। নদী গর্ভে তাও বিলীন হয়ে গেছে। মা-বোন কে নিয়ে কাথায় যাবেন, কী খাবেন কিছুই বুঝাতে পারছেন না তারা!কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, অভাবের কারণে এই ঘটনা ঘটতে পারে।