• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ১০:৫৯:২৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ১০:৫৯:২৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন করায় মন্ত্রী ও সচিবকে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে সড়ক পরিবহন বিধিমালা-২০২১ অনুযায়ী সম্প্রতি ‘মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪’ প্রণয়ন করায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানায় রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ।১৪ মে মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবকে অভিনন্দন জানায় রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশ।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি কোয়ালিশনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অভিনন্দনপত্র প্রদানকালে সকলের সহযোগিতা চেয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, সড়কে রোডক্র্যাশ কমাতে ও অকাল মৃত্যু ঠেকাতে মোটরযানের গতিসীমা নির্দেশিকা ২০২৪ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মন্ত্রী ও সচিবকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রদানকালে কোয়ালিশনের পক্ষে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিশচা)’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, ব্রাক রোড সেইফটি প্রোগ্রামের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, অ্যাডভোকেসি অফিসার তরিকুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেইফটির প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী চন্দন লাহেড়ী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক বজলুর রহমান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির রোড সেইফটি প্রোগ্রাম অফিসার শারাফাত ই আলম, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সিফাত ই রব্বানী ও আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা।উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা রোধে বর্তমান সরকার তথা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। যার মধ্যে অন্যতম হলো সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২১। সর্বশেষ সড়ক পরিবহন বিধিমালা-২০২১ অনুযায়ী ‘মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪’ প্রণয়ন করা হয়েছে।