ঝাড়বাড়ী আল-হেরা কিন্ডার গার্টেনের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী আল-হেরা কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২৫ ডিসেম্বর বুধবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. শাহজিদা হক।প্রতিষ্ঠানের সভাপতি ডা. কে.এম কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনায় ছিলেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ কে.এম দেলোয়ার হোসেন।প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার ফজলে এলাহী বলেন, উত্তরাঞ্চলে গুণগতমান ও পরিবেশসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আল-হেরা কিন্ডার গার্টেন অন্যতম। তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের পাশাপাশি ব্যবহারও আচার-আচরণও যেন ভালো হয়। এলাকায় মাদক দূর করতে হলে প্রশাসনিক নজর ছাড়াও প্রতিটি পরিবারের সন্তানদের সঠিক জ্ঞান দান করা প্রয়োজন বলেও মন্তব্য করেন নির্বাহী অফিসার।