• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ বিকাল ০৪:১০:৩৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ বিকাল ০৪:১০:৩৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

স্ত্রীর উপর অভিমানে বিষ পানে আত্মহত্যা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন আব্দুল হালিম নামের এক ব্যক্তি।১৬ ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার কিশামত শেরপুর গ্রামে নতুন বাজারে তার গালামালের দোকানের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। এরপর রংপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু কেনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এরপর অন্যান্য দিনের মতো বাজারের দোকানে গিয়ে শুয়ে পড়েন হালিম। সকালে তার ছেলে দোকানে গিয়ে এলাকাবাসীর ভিড় দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় দোকানের দরজা ভেঙ্গে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পাশে একটি কীটনাশকের বোতল দেখতে পাওয়া যায়।পরে তাকে দ্রুত সাদুল্লাপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মৃত আব্দুল হালিম একই গ্রামের মৃত সাকোয়াত জামানের ছেলে। খবর পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে।সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।