রাঙ্গুনিয়ায় নিত্যপণ্যের বাজার অভিযানে ৫ দোকানিকে অর্থদণ্ড
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। ১৬ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার রোয়াজারহাট বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অসংগতির জন্য ৫ দোকানিকে ১৬ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজার হোসাইন এই অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর মো. আবুল হোসেন ও রাঙ্গুনিয়া থানা পুলিশ।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে দোকানে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাদ্যদ্রব্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় ৫টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ষোল হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজার হোসাইন।