বকশীগঞ্জে অষ্টমী মেলায় মানুষের ঢল
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর বকশীগঞ্জে সাজিমারা ও সারমারা গ্রামে অষ্টমী মেলায় মানুষের ঢল নামে। ৫ এপ্রিল শনিবার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা দশানী নদীর তীরে ও বগারচর ইউনিয়নের সারমারা পাবলিক মাঠে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী মেলাটি হয়।শত শত স্টলে গ্রামীণ নানান ধরণের খাবার বিক্রির জন্য প্রদর্শন করা হয়। মিষ্টি, চিনির তৈরি সাজ, গুড়ের তৈরি উলফা, বিভিন্ন ধরণের শুকনো বিক্রির জন্য দোকান বসানো হয়।খোঁজ নিয়ে জানা গেছে, শত বছর ধরে উপজেলার নিলাক্ষিয়া সাজিমারা দশানী নদীর পাড়ে ও বগারচর সারমারা পাবলিক মাঠে অষ্টমী মেলা হয়ে আসছে। বৈশাখ মাস এলেই এই এলাকায় নতুন নতুন অতিথিদের আগমন ঘটে। মেলাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম হয় সাজিমারা ও সারমারা অষ্টমী মেলায়। মেলা উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।স্থানীয়রা জানান, শতবর্ষী এই মেলায় বিভিন্ন জেলার মানুষ এখানে অংশ গ্রহণ করেন। মেলার ঐহিত্য হিসেবে জামাই, নাতি-নাতনীদের দাওয়াত দেয়া হয়। বাংলার ঐতিহ্য ধরে রাখতে শত বছর ধরে আয়োজন করা হচ্ছে এই মেলার।