• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:৪৭:৪৫ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:৪৭:৪৫ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে অসহায় মানুষের মাঝে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির ঈদসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের টিসি রোডস্থ জাপমাসের আঞ্চলিক কার্যালয়ে ২৯ মার্চ শনিবার সকাল ১১টায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি সাংবাদিক প্রাবন্ধিক গবেষক আতিক আজিজ।এসময় (জাপমাস)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক একেএম নেজাম উদ্দিন শাহীন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান সাংবাদিক কাজী গাউসুল হায়দার, পরিচালক কবি ইয়াকুব কামাল, প্রচার সম্পাদক সাংবাদিক সেলিম মোল্লা  প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ২০০৯ সাল হতে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে আছে এবং প্রতি রমজান মাসের শেষের দিকে সুবিধা বঞ্চিত দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে আসছে।