কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের অস্ত্রের মহড়া
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা শহরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। ৩ জানুয়ারি শুক্রবার সোয়া ৪টায় কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা ও রানীর দিঘীর পাড় এলাকায় কিশোর গ্যাংয়ের ধর্মপুর গ্রুপ (টোকাই) ও মহিলা কলেজ এলাকার গ্রুপের (টোকাই) মাঝে সংঘর্ষ হয়।এ সময় উভয় গ্রুপের ব্যক্তিদের হাতে চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় এবং রানীর দিঘির পাড়ে ২-৩টি আতশবাজি (পটকা) ফুটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় কোতয়ালি থানা পুলিশ এবং সেনাবাহিনীর দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে উক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানা যায়।কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহর জুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।