নারায়ণগঞ্জে কবুতর পালার আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে দেশীয় আগেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। কারখানাটিতে অভিযান চালিয়ে সেখানে তৈরি দুটি রিভলবারসহ মো. করিম মিয়া নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।২১ ফেব্রুয়ারি বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে এ অভিযান চলে। সেখানে কবুতর পালার আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হতো।আটক করিম মিয়া চাঁদপুরের হাইমচরের মহেষপুরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ৯০ দশকের দিকে তিনি এখানে আসেন এবং বোনের বাসায় থাকতেন। তিনি কবুতর পালন করতেন।অভিযানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অংশ নেন।এ সময় দুটি অস্ত্র ছাড়াও একটি ওয়ান শ্যুটার গানের (দেশীয় একনলা বন্দুক) পাইপের অংশ, একটা কার্তুজ শর্টগানের গুলিসহ অন্যান্য দেশীয় রিভলবার ও পাইপগান তৈরির বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, প্রায় এক মাস আগে থেকে আমরা এটা নজরদারিতে রাখছিলাম। বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত, এর ক্রেতা কারা খুঁজে বের করতে কাজ চলছে।তিনি আরও বলেন, আমরা আটক করিম মিয়াকে জিজ্ঞাসাবাদ করে উনি এগুলোর যন্ত্রাংশ কোথা থেকে নিয়ে আসেন, কাকে কাকে অস্ত্র দেন, কারা ক্রেতা, কীভাবে বিক্রি হয়, কত টাকায় বিক্রি হয় জেনে পরবর্তীতে বিস্তারিত জানাব।