মাগুরায় অস্ত্র হাতে ‘ভাইরাল শাহিন’ গ্রেফতার
মাগুরা প্রতিনিধি: অবশেষে গ্রেফতার হয়েছে মাগুরায় অস্ত্র হাতে ‘ভাইরাল শাহিন’। ৯ সেপ্টেম্বর শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার আলোকদিয়া ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায়।৬ সেপ্টেম্বর বুধবার সেচ্ছাসেবক দলের প্রতিনিধি সম্মেলনকে ঘিরে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটে। এ সময় অস্ত্র হাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া করতে দেখা যায় এক যুবককে। পরে অস্ত্র হাতে তার অ্যাকশনের ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অবশেষে সেই ভাইরাল শাহিনকে গ্রেফতার করল মাগুরা সদর থানা পুলিশ।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী জানান, মাগুরায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ভাইরাল হওয়া আলোচিত শাহিনকে শনিবার রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার হাতে থাকা অস্ত্রটি এখনো অস্ত্র উদ্ধার হয়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভাকে কেন্দ্র করে শহরের কেশব মোড় থেকে সেচ্ছাসেবক দলের একটি মিছিল ইসলামপুর পাড়াস্থ দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। শহরের চৌরঙ্গী মোড়ে মিছিলটি পৌঁছালে পেছন থেকে ছাত্রলীগ মিছিলটিকে ধাওয়া দেয়। এ সময় শহরের জুতাপট্টি, কলেজ রোড ও চৌরঙ্গী মোড়ে ইটপাটকেল ছোঁড়াছুড়িতে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মী আহত হয় পরে পুলিশ এসে সংঘর্ষ নিযন্ত্রণে আনে। সংঘর্ষের সময় অস্ত্র হাতে এক যুবকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।