• ঢাকা
  • |
  • সোমবার ৬ই মাঘ ১৪৩১ রাত ০১:৪৪:২০ (20-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই মাঘ ১৪৩১ রাত ০১:৪৪:২০ (20-Jan-2025)
  • - ৩৩° সে:

জিয়াউর রহমান বেতারে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন: অ্যাড. সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন মানুষ, আমরা এমন একটা প্রতিষ্ঠাতার দল করি। যার জন্য আমরা সব সময় গর্ববোধ করি। যারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী হিসেবে নিজেদের জাহির করেন, তারা ১৯৭১ সালে ২৫ মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর কাছে শেখ মুজিবর রহমান আত্মসমর্পণ করে নিরাপদে চলে গিয়েছিলো, তখন আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলো। যে সময় বাংলাদেশে নেতৃত্ব দেয়ার মতো কেউ ছিলো না, সে সময় সেনাবাহিনীর এক কমান্ডার, যে শেখ মুজিবের দক্ষতার গ্লানি মুছে দিয়ে জিয়াউর রহমান বেতারে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ঠিক তখন থেকেই মানুষ বুঝে গেছে, আর সেই সময় থেকেই স্বৈরাচারী পাকিস্তানির শাসকের বিরুদ্ধে লড়াই করেছে।১৯ জানুয়ারি রোববার বিকালে নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতির প্রাঙ্গণে, জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, উনি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন। তিনি তার নেতৃত্ব দিয়ে এই দেশের স্বাধীনতার যুদ্ধকে ত্বরান্বিত করেছেন। স্বাধীনতার যুদ্ধের পর উনি ব্যারাকে চলে গেছেন। ১৯৭৫ সালে আওয়ামী লীগ এই দেশে বাকশাল কায়েম করেছেন। বাকশাল মানে হলো বাংলাদেশে একটি রাজনৈতিক দল থাকবে, আর সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিলো।চারটি বাদে সকল পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিলো। আওয়ামী লীগ ১৯৭৪ সালে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলো। যে দেশে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যুদ্ধ হয়েছিলো, সেই আওয়ামী লীগ সংসদে ১১ মিনিটে সেটা হত্যা করেছিলো। সেই আওয়ামী লীগ থেকে আমাদের নেতা ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এই দেশকে রক্ষ করেছিলো। সিপাহী বিপ্লবে এই জনগণকে জিয়াউর রহমান মুক্ত করে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলো।