মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মানিকগঞ্জ প্রতিনিধি: 'দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।২৮ এপ্রিল সোমবার সকাল সাড়ে আটটায় জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ শামীমা আক্তার, জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে জান্নাত, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তারা সমাজের সকল স্তরের মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তার সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং আইনি সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।