• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:২০:০৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:২০:০৪ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আইনজীবী নিহত, আহত ৪

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবী রোমানা আক্তার ছবি (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।১৮ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় উপজেলার গাঁড়াডোব গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত রোমানা আক্তার ছবি মেহেরপুর শহরের ক্যশবপাড়া এলাকার খোকন মোল্লার মেয়ে।এ ঘটনায় আহতরা হলেন, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিকুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয় (২৩)।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে গাংনীর উদ্যশ্যে যাচ্ছিলেন। গাংনী উপজেলার গাঁড়াডোব নামক স্থানে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আইনজীবী রোমানা রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।