কক্সবাজারে ১৮ কেজি আইসসহ আটক ১
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কে মরিচ্যা চেকপোস্টে লবণ বোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। এসময় ট্রাকের চালকসহ ২ জনকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ট্রাকটিও।১৫ ডিসেম্বর শুক্রবার ভোরে কক্সবাজার টেকনাফ সড়কের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে এ তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।শুক্রবার দুপুর ১২টায় কক্সবাজার ৩৪ বিজিবির সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, টেকনাফ থেকে ছেড়ে আসা লবণ বোঝাই ট্রাকে করে একটি মাদকের চালান পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল ট্রাক চালক ও হেলপারকে আটক করে।পরে বিশেষ কায়দায় লুকায়িত বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। যার পরিমাণ ১৮ কেজি ২০০ গ্রাম। জব্দ করা আইসের মূল্য আনুমানিক ১২০ কোটি টাকা বলে উল্লেখ করেন বিজিবির এই কর্মকর্তা।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বলেছেন, আইসের এটি সর্বোচ্চ চালান ছিল।