• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ রাত ১১:২১:০৪ (28-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ রাত ১১:২১:০৪ (28-Mar-2025)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় আউটসোর্সিং বাতিল ও রাজস্ব করণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল আউটসোর্সিং বাতিল ও রাজস্ব করণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন।২৩ মার্চ রোববার সকালে সাতক্ষীরা জেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।সাতক্ষীরা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের মাস্টার টেইনার আবুল কালাম,মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ফিল্ড সুপারভাইজার শামসুর রহমান, ফিল্ড সুপারভাইজার (মউশিক) আজিজুর রহমান, থানাঘাটা বায়তুল রহমত জামে মসজিদের শিক্ষক হাফেজ মো. কুতুব উদ্দিন, কাশিমারি বাজার জামে মসজিদের শিক্ষক মাও. সাইফুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশন আশাশুনি উপজেলা ফিল্ড সুপারভাইজার শাহাজান কবির, তালা উপজেলার ফিল্ড সুপারভাইজার আবু হানিফ, শিক্ষিকা মোছা. আছিয়া খাতুন, সাবিনা খাতুনসহ আরও অনেকে।