• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৩:০১ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৩:০১ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

খোকসায় ছেলেসহ আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে থানা পুলিশের একটি দল উপজেলার শোমসপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খাঁন (৫৮) ও তার ছেলে শাওন মাহমুদ খাঁন রবিন (৩৩)কে গ্রেফতার করে।তাদের বিরুদ্ধে খোকসা থানায় দায়েরকৃত পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।আটকের বিষয়ে থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, আটক রহিম খাঁনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা আছে। তার ছেলে রবিনের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।