মানিকগঞ্জে আখ চাষিদের মুখে হাসি
মানিকগঞ্জ প্রতিনিধি: অধিক ফলন ও ন্যায্য মূল্য পাওয়ায় হাসি ফুটেছে মানিকগঞ্জের সাটুরিয়ার আখ চাষিদের মুখে। এলাকার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে সাটুরিয়ার আখ।সাটুরিয়ায় চাষিরা বাটাম, খাঘরী, গ্যান্ডারি, বোম্বোই, মিস্রি দানা, ধলী, নলসহ বিভিন্ন জাতের আখ চাষ করে ভালো ফলন পেয়েছেন।আখ চাষের এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও অধিক পরিমাণে চাষ করার জন্য সহজ শর্তে কৃষি ঋণ ও মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন বলে জানান কৃষকরা।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ বছর উপজেলার ২৭ হেক্ট্রর জমিতে আখ চাষ হয়েছে। এবার আখের ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও ভালো পাচ্ছেন কৃষকরা।