• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:১৯:২২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:১৯:২২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

প্রতিবন্ধী সুজনের আগর তেল সংগ্রহের কারখানা পরিদর্শন করলেন বাণিজ্য উপসচিব

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় নতুন করে স্থাপিত আগর গাছ থেকে মূল্যবান তেল সংগ্রহের কারখানা পরিদর্শন এবং সেই সাথে এ অঞ্চলে আগর চাষের বিশাল সম্ভাবনার কথা বলেছেন পরিদর্শনকারীরা।৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের সালন্দর ইয়াকুবপুর গ্রামের শরীফ-বিন-রব্বানী সুজনের আগর গাছ থেকে তেল সংগ্রহের কারখানা পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাজেদুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম ও বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ আব্দুল জলিল।আগরচাষি সুজন জানান, সাতটি মাঝারি আকারের গাছ থেকে তিনি ৫০ গ্রাম সুগন্ধি আগর তেল পেয়েছেন, যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। ইউএনডিপির আর্থিক সহায়তায় সহধর্মীণী নারী উদ্যোক্তা রোজিনা আক্তার এই আগর তেল নিষ্কাশন করেছেন।পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মাজেদুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন, এই কারখানা স্থাপনের মাধ্যমে প্রতিবন্ধী আগর চাষি সুজন যেমন উপকৃত হবেন, তেমনি এই অঞ্চলের আগর চাষ এবং অনেক হতাশাগ্রস্ত আগর চাষি ভাইদের সম্ভাবনার দুয়ার খুলে যাবে। সুগন্ধি ও ঔষধ তৈরির কাজে ব্যবহৃত এই আগর তেলের বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় কয়েকজন আগরচাষি উপস্থিত ছিলেন।