• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৪:৪২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৩৪:৪২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

দীর্ঘ দিনেও উৎপাদনে যেতে পারেনি মক্কা ওয়েল মিল

নোয়াখালী প্রতিনিধি: দীর্ঘদিন পরেও ঘুরে দাঁড়াতে পারেনি আগুনে পোড়া মক্কা ওয়েল মিল। ৫ আগস্ট বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে পুরো ফ্যাক্টরিতে সেই আগুন ছড়িয়ে পড়ে। তারপর এক মাস পার হলেও উৎপাদন শুরু করতে পারেনি মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ার খাটি সরিষার তেল উৎপানকারী প্রতিষ্ঠানটি।স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ৫ আগস্ট বিকেলে চলন্ত অবস্থায় অটো কনভেয়ারের ক্যাপাসিটর পড়ে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন দ্রুতই পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তার আগেই ফ্যাক্টরির মিলঘর, মিশিনারিজ, রিজার্ভ তেল, মজুত সরিষাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে মালামাল উদ্ধার সম্ভব হয়নি। আর সেদিন সারা দেশে প্রশাসনিক অবস্থা অস্থিতিশীল থাকায় সঠিক সময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে পারেনি। আর তেল জাতীয় উপকরণ থাকায় সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারেনি। এ কারণে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।প্রতিষ্ঠানটির মালিক মোমিন ইল্লাহ জানান, আগুনের ঘটনার তার প্রায় এক কোটি ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর সবকিছু হারিয়ে তিনি প্রায় নি:স্ব হয়ে গেছেন। কর্মচারীরা বেকার হয়ে পড়েছে। এখন পর্যন্ত তিনি কোনো আর্থিক সহায়তা কোথাও থেকে পাননি। দ্রুত উৎপাদন শুরু করতে না পারলে ব্যাংক ঋণ পরিশোধ করাও তার পক্ষে কঠিন হয়ে পড়বে।এ সময় তিনি বীমা কোম্পানির নিকট ক্ষয়ক্ষতি পরিদর্শন করে আর্থিক সহায়তা কামনা করেন তিনি। এছাড়া কর্মকর্তা কর্মচারীরা অনেকটা বেকায়দায় পরে গেছেন কর্মহীন হয়ে পরায়। সরকারের কাছে তিনি এ ব্যাপারে সহায়তা কামনা করেন।