• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ রাত ১০:১৬:২৭ (29-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৫ই চৈত্র ১৪৩১ রাত ১০:১৬:২৭ (29-Mar-2025)
  • - ৩৩° সে:

ভোলায় মসজিদের ছাদ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে তারাবি নামাজ শেষ করে মসজিদের দ্বিতীয় তলার ছাদে উঠে পিলারের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মোতাহার হোসেন নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধ।২৮ মার্চ রোববার ভোররাতে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে মোতাহার হোসেনের মরদেহটি পিলারের সঙ্গে ঝুলতে দেখেন। মৃত মোতাহার হোসেন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।জানা গেছে, শুক্রবার রাতে মোতাহার হোসেন বাড়ি থেকে বের হয়ে কুতুবগঞ্জ বাজার জামে মসজিদে তারাবি নামাজ পড়তে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে গিয়ে দেখেন, মোতাহার হোসেনের মরদেহ মসজিদের দ্বিতীয় তলার ছাদে পিলারের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মোতাহার হোসেন আত্মহত্যা করেছেন। তবে, তিনি কি কারণে আত্মহত্যা করেছেন তা তার পরিবারও বুঝে উঠতে পারছে না। মোতাহার হোসেনের মৃত নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।