• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:৩৯:৩৭ (12-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৯শে চৈত্র ১৪৩১ দুপুর ১২:৩৯:৩৭ (12-Apr-2025)
  • - ৩৩° সে:

পলাশে ফৌজিয়ান বার্ষিক আনন্দ আড্ডা অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: প্রাণের টানে বন্ধন থাকুক অটুট ফৌজিয়ান বার্ষিক আনন্দ আড্ডা-২০২৫ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আয়োজনে ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সভাপতি মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে বার্ষিক আনন্দ আড্ডার স্মৃতিময় মুহূর্ত, প্রাণবন্ত আড্ডা ও হৃদয়ছোয়া পুনর্মিলনীতে দিনব্যাপী প্রাক্তন শিক্ষার্থীরা ইচ্ছে মত আনন্দে মেতে উঠে।এসময় ছোট বাচ্চাদের পরিবেশনা নাচ, গান ও আবৃত্ত পরিবেশন করা হয়। প্রাক্তন শিক্ষার্থীরা অনেকে হাসি-আড্ডা, স্মৃতিচারণ ও নানা আনুষ্ঠানিকতায় মেতে উঠেছিল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফৌজি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ। পুনর্মিলনীর এই উৎসবে বন্ধুদের সঙ্গে যোগ দিতে উপজেলার গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ দিন সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আসা শুরু হয়।পরে এক ঘণ্টার মধ্যেই স্কুল প্রাঙ্গণ শত শত বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে সকল ক্লান্তি ভুলে বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন ব্যস্ত। বিদ্যালয়ের ১৯৮৬ সাল থেকে ২০১১ সাল মোট ২৫টি এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিকালে ফোরামের কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন তানিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আয়েশা আক্তার চম্পা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাশিয়া বেগম প্রমুখ। পরে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে র‌্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।