গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান খালাস, খুলনায় বিএনপির আনন্দ মিছিল
খুলনা ব্যুরো: খালেদা জিয়া ও তারেক রহমানের নামে যারা মামলা করেছিল এবং যারা সহযোগিতা করেছিল তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।১ ডিসেম্বর রোববার ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় খুলনায় বিএনপির আনন্দ মিছিল শেষে সমাবেশে তিনি এ দাবি জানান।মিছিলটি নগরীর কেডিএ ঘোষ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের ডাকবাংলা মোড়, ফেরিঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন। খুলনা জেলা, মহানগর, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।খুলনা জেলা ও মহানগর বিএনপি এ আনন্দ মিছিলের আয়োজন করে।