• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ১২:৩৮:২০ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ দুপুর ১২:৩৮:২০ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বো আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, র‌্যালি, মানববন্ধন, দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামান।দুদক পতাকা উত্তোলন করেন জেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি আলহাজ মো. শাহজাহান গাজী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সায়েম।উদ্বোধন শেষে সার্কিট হাউস প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় এবং পরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিশেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক বক্তব্য রাখেন।