• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪২:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪২:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নেত্রকোণা প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত পালন করা হয়েছে।এ উপলক্ষে ৩ ডিসেম্বর রোববার সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।  কারিতাসের সহযোগিতায় স্থানীয় উপজেলা প্রশাসন উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, প্রাণি সম্পদ কর্মকর্তা শিলা রাণী সাহা ও সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মল হক।অনুষ্ঠানে শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।