• ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:১২:৪৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:১২:৪৯ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে আন্তর্জাতিক বন দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি: ‘উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন’ এই প্রতিপাদ্যে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।২১ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ওবায়দুর রহমান।উপ-বন সংরক্ষক ও উপকূলীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মানসকান্তি দত্তসহ অন্যান্যরা।সভা শেষে সামাজিক বনায়নে ২৫ জন উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।