সৈয়দপুরে আরএমপির নারী শ্রমিকদের মধ্যে চেক বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ প্রকল্পের আওতায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত দুস্থ নারী শ্রমিকদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে ৪ জুলাই বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াদ আরফান সরকার রানা।বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী ও সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু।সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ই পারে নতুন করে স্বপ্ন বুনতে। তারই উজ্জ্বল দৃষ্টান্ত আরএমপির নারী শ্রমিকদের প্রকল্প শেষে চেক বিতরণ।ওই সকল নারী শ্রমিক কর্মকালীন সময়ে প্রতিদিন ভাতা পেয়েছেন ২৫০ টাকা হারে। ওই ভাতা থেকে তারা সঞ্চয় করেছেন ৮০ টাকা হারে। মেয়াদ শেষে তারা প্রত্যেকে ১ লাখ ১৯ হাজার ২৭০ টাকার চেক পেয়েছেন।