বাংলাদেশি ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা নাইক্ষ্যংদিয়া থেকে ১৫টি ছোট কাঠের নৌকাসহ বাংলাদেশি ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তাদের আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাহপরীর দ্বীপের ২০ জেলে ১৫টির মতো নৌকা নিয়ে নাফ নদীতে নাইক্ষ্যং দিয়া নামক স্থানে মাছ ধরতে যান। এ সময় আরকান আর্মি অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ধরে নিয়ে যায়। তারা সবাই টেকনাফের স্থানীয় বাসিন্দা। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডারকে অবগত করা হয়েছে।এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, মাছ ধরার ট্রলারসহ ২০ মাঝিমল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে।এর আগে গত ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ছয় ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তাদের মধ্যে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং দুজন আহত হয়। পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।