• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:২৩:৫৩ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:২৩:৫৩ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

বন্যার্তদের পাশে দাঁড়ালেন নারী উদ্যোক্তা মেহেরনিগার

নরসিংদী প্রতিনিধি: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১ জেলায় যে বন্যা হচ্ছে, তাতে পানি দ্রুত নামছে না। এই বন্যায় ডুবে গেছে হাজারো মানুষের বাড়িঘর। বিপদে পড়েছেন লাখ লাখ মানুষ। তাদের পাশে দাঁড়াতে ছুটে গেলেন নরসিংদীর তরুণ নারী উদ্যোক্তা মেহেরনিগার মনি।বন্যার্তদের সহায়তায় একটি টিম নিয়ে উদ্যোক্তা মনি ছুটে গেছেন কুমিল্লা ও ফেনীর প্রত্যন্ত অঞ্চলে। সেখানে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন বন্যা কবলিত মানুষের মাঝে। বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি শুকনা খাবার, কাপড়, পানি এবং ঔষধ নিয়ে তাদের পাশে দাঁড়ালেন তিনি। তার টিমের কয়েকজন ফেনী ও কুমিল্লায় গেল দুই দিন ধরে অবস্থান করছে বলে জানানো হয়।উদ্যোক্তা মেহেরনিগার মনি বলেন, আমরা ভয়ংকর একটি সময় পার করছি। স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা অনেক কঠিন। ভারত পানি ছাড়ার বিষয়টি আগে থেকে জানালে সবাই সতর্ক থেকে মোকাবেলার প্রস্তুতি নেয়া যেত। তিস্তার বাঁধ নিয়ে বছরের পর বছর আমরা ভোগান্তির শিকার। কিন্তু আমাদের দমানো যাবে না। যেকোনো দুর্যোগ আমরা হাসিমুখে প্রতিহত করতে পারি। বন্যা দুর্গত অসহায় মানুষগুলি দেখে আমার মন অনেক কেঁদেছে, কষ্ট পেয়েছি। তাই তাদের জন্য কিছু করতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় আমার পরিচিত মানুষদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।তিনি আরও বলেন, আমরা যেমন রাজপথে দুহাত মেলে বুকে গুলি নিতে পারি, তেমনি বন্যার ছোবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েও আনতে পারি। এই মুহূর্তে ফেনী দুর্গম পানিবন্দি গ্রামে অবস্থান করছি। যেখানে গাড়ি যাওয়ার সুযোগ নেই। একেবারে ভেতরে কিছু মানুষ আটকে আছেন। আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। আশা রাখছি, অচিরেই আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। আমি আশা করব বাংলাদেশের সবাই নিজেদের জায়গা থেকেই এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াক।