চাঁদপুরের কচুয়ায় জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র্যালি
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় জাতীয় ভোটার দিবস উদ্যাপন করা হয়েছে। ২ মার্চ রোববার সকাল ১১টার দিকে এ উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি উপজেলা নির্বাচন অফিস থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।র্যালিতে কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মফিজুর রহমানসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।