অনশনে থাকা তিনজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক: কর্মরত চিকিৎসক
তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করার দাবিতে টানা পাঁচ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও তারা দাবি আদায়ে অনড় রয়েছেন।২ ফেব্রুয়ারি রোববার বেলা ১টা পর্যন্ত শিক্ষার্থীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে চারজন গুরুতর অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তিতুমীরের অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেছেন সরকারি কর্মচারী হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল। তিনি বলেন, অনশনে থাকা ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তিনজনের মধ্যে একজনের প্রস্রাব হচ্ছে না।আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মেনে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা পিছু হটবেন না। তাদের সাত দফা বাস্তবায়নই একমাত্র শর্ত। ১ ফেব্রুয়ারি শনিবার রাত সোয়া ৮টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলনে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মুক্তার বলেন, সাত দফা নয়, আমাদের এখন দাবি একটাই। আর তা হলো তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি। তাই দাবি আদায়ে অনশন ও বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।